রফিক, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুরে সরকার নির্ধারিত মূল্যের অধিক দামে আলু বিক্রি করায় চার আলু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকালে উপজেলার ধাপেরহাটের 'আর ভরসা' কোল্ড স্টোরে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, ধাপেরহাটের আর ভরসা কোল্ড স্টোরের কিছু অসাধু ব্যবসায়ী বেশি দামে আলু বিক্রি করছে এমন অভিযোগে অভিযান চালানো হয়। পরে বেশি দামে আলু বিক্রির প্রমাণ মেলায় চার অসাধু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
তিনি আরও জানান, চার অসাধু ব্যবসায়ীর মধ্যে আফসার আলীকে ১০ হাজার, স্বপন মিয়াকে ১০ হাজার, আনারুল ইসলামকে ১০ হাজার ও গোবিন্দ চন্দ্র সাহার কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।
0 মন্তব্যসমূহ