চৌধুরী নুপুর নাহার তাজ দিনাজপুরঃ
দিনাজপুরে ফাইলেরিয়া রোগীর সংখ্যা ৩০৬৭, তার মধ্যে খানসামায় ৩৬৩ জন এই তথ্য নিশ্চিত করছেন ডাঃ ফারুক আহমেদ। দিনাজপুরের খানসামায় ফাইলেরিয়া রোগীর চিকিৎসা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত কাল সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক, স্বাস্থ্য কর্মী, ইমামদের নিয়ে কর্মশালায় ফাইলেরিয়া রোগের কারন, লক্ষণ, চিকিৎসা ও করনীয় বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ফারুক আহমেদ রিজওয়ান।
তিনি জানান, মশার মাধ্যমে এই রোগের উৎপত্তি তাই মশারীর ব্যাবহার এর উপর গুরুত্ব দিতে হবে। একই ভাবে রুগীরা যেনো সমাজ সেবা থেকে প্রতিবন্ধি ভাতা পায় সেই বিষয়টি সবার সুনজরে আনতে হবে।
এ বিষয়ে সার্বিক সহযোগিতা যেনো ফাইলেরিয়া রোগীরা পায় এমনটি আশ্বাস প্রদান করেন বাংলাদেশ আওয়ামীলীগের খানসামা উপজেলার সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর বিশেষ প্রতিনিধি সফিউল আযম চৌধুরী লায়ন। তিনি খানসামা উপজেলার সকল রুগীর তালিকা প্রনয়ন করতে নির্দেশ প্রদান করেন।
0 মন্তব্যসমূহ