বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মকছেদ আলী সরকারের দাফন সম্পন্ন রাষ্ট্রীয় মর্যাদায়


চৌধুরী নুপুর নাহার তাজ দিনাজপুরঃ

দিনাজপুরের খানসামা উপজেলার সুবর্ণখুলী গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মকছেদ আলী সরকারকে (৮০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।

তিনি রবিবার সকাল ৯টায় বার্ধক্যজনিত কারনে নিজ বাসভবনে মারা (ইন্না…. রাজিউন) যান । পরে বিকেল সাড়ে ৪টায় উপজেলার সাবুদের হাট স্কুল মাঠে জানাযা নামাজের পর রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। 

পরে মরহুমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ২ছেলে ও ৩মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে সালাম প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম, খানসামা থানার অফিসার ইনচার্জ শেখ কামাল হোসেনসহ থানার পুলিশ সদস্যরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ