সোলার প্যানেলের সহায়তায় নীলফামারীর ডোমার উপজেলায় চলতি আমন ক্ষেতে ক্ষতিকারক পোকা নির্ণয় ও দমনে আলোক ফাঁদ ব্যবহারে ব্যাপক প্রচার করছে উপজেলা কৃষি দপ্তর। পৌরসহ উপজেলার ১০টি ইউনিয়নে আলোক ফাঁদ ব্যবহার কার্যক্রম শুরু করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় ডোমার পৌরসভার চিকনমাটি পুলেরপার এলাকায় কৃষক তৈয়বর রহমানের আমন ধান ক্ষেতে অস্থায়ী সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে আলোক ফাঁদ তৈরী করে কৃষি দপ্তরের কর্মকর্তাগন।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আনিছুজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা লায়লা নওশিন, কৃষক তৈয়বর রহমান, জামিয়ার রহমান, মোজাফ্ফর আলী, নাছিরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে কৃষি কর্মকর্তা আনিছুজ্জামান বলেন অতি বৃষ্টির কারনে আমন ক্ষেতে পোকার উপদ্রব বেড়ে যাওয়ায় আলোক ফাঁদে কারেন্ট পোকা , মাজরা পোকা,সবুজপাতা ফড়িং পোকাসহ বিভিন্ন ক্ষতিকারক পোকা নির্ণয় করে আলোক ফাঁদে ও কিট নাষক স্প্রে করে পোকা দমনের পরামর্শ প্রদান করেন।
0 মন্তব্যসমূহ