রতন কুমার রায়, স্টাফ রিপোর্টার:
নীলফামারীর ডোমারে সীমান্তবর্তী এলাকায় ২০ বোতল ফেন্সিডিরসহ আব্দুর রশিদ (২৪) নামের এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। রবিবার সকালে ৫৬ বিজিবি কেতকীবাড়ী বিওপি’র হাবিলদার মো. নান্নু মিয়া বাদী হয়ে ডোমার থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করে তাকে থানায় হস্তান্তর করে।
মামলা সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় উপজেলার কেতকীবাড়উ বিওপি’র পিছনে ফেন্সিডিল বিক্রির খবর পেয়ে বিজিবি সদস্যরা মাদক চোরকারবারীদের ধাওয়া দেয়। এসময় কেতকীবাড়ী ইউনিয়নের মায়ার হাট এলাকার রইশ উদ্দিনের ছেলে আব্দুর রশিদকে আটক করে। তার কাছ থেকে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
ডোমার থানার অফিসার্স ইনচার্জ মো. মোস্তাফিজার রহমান জানান, ২০ বোতল ফেন্সিডিলসহ চোরাকারবারীকে বিজিবি পুলিশের কাছে হস্তান্তর করে একটি মামলা করেছে। রবিবার দুপুরে আসামীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
0 মন্তব্যসমূহ