মিজানুর রহমান মিলন, স্টাফ রিপোর্টারঃ
আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ।
এতে অন্যদের মধ্যে আলোচনা অংশ নেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রমিজ আলম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খান, সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র মো. জিয়াউল হক জিয়া, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শ্রী যোগেন্দ্র নাথ রায়, বাঙ্গালীপুর ইউনিয়ন চেয়ারম্যান শ্রী প্রণোবেশ চন্দ্র বাগচী, খাতামধুপুর ইউপি চেয়ারম্যান মো. জুয়েল চৌধুরী প্রমূখ।
সভায় সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু হাসনাত সরকার, কাশিরাম বেলপুকুর ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক চৌধুরী, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ সৈয়দপুর পৌর শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক গোপাল চন্দ্র রায়সহ পৌর ও বিভিন্ন ইউনিয়নের দূর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় চলমান প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আসন্ন দূর্গাপূজার মন্ডপে প্রত্যেককে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সকল ধর্মীয় আচার অনুষ্ঠানাদি পালনের জন্য সকলের প্রতি আহবান জানানো হয়। আলোচনা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে উপজেলার ৭৯টি দূর্গাপূজা মন্ডপে ৫শ’ কেজি করে ত্রাণের চাল বরাদ্দ প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ প্রতিটি দূর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে চালের বরাদ্দপত্র তুলে দেন। প্রসঙ্গত, এবারে উপজেলার কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, বাঙ্গালীপুর, বোতলাগাড়ী ও খাতামধুপুর ইউনিয়ন এবং পৌরসভা এলাকায় সর্বমোট ৭৯ টি মন্ডপে আসন্ন শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।
0 মন্তব্যসমূহ