রফিক, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধায় ২০২০ -২০২১অর্থ বছরের বোরো মৌসুমের বীজ বিপণন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশনের আয়োজনে শহরের খানকাহ শরীফ এলাকায় বিএডিসি ও সার বিপণন কেন্দ্রে বীজ বিপণনের উদ্ধোধন করা হয়।
প্রাথমিকভাবে একজন ডিলারের কাছে বোরো মৌসুমে ব্রি-ধান ২৯ জাতের ১ টন বীজ বিক্রির মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। এবার চলতি মৌসুমে ১৫ জাতের ধান বীজসহ বিভিন্ন জাতের সবজি বীজ বিক্রয় করবে বিএডিসি।
পরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক, কৃষিবিদ মাসুদুর রহমান,বিএডিসির রংপুর অঞ্চলের যুগ্ন পরিচার মোফাজ্জল হোসেন, রংপুর অঞ্চলের বিজ বিপণন উপ পরিচালক আসাদুজ্জামান খাঁন, গাইবান্ধা জেলা বিএডিসি ও সার ডিলার এসোসিয়েশন সভাপতি তাজমিনুর রহমান কল্লোল উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে হুইপ বিএডিসির বীজ বিক্রয় কেন্দ্রগুলো পরিদর্শন করেন।
0 মন্তব্যসমূহ