হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৬ দিন বন্ধের পর আবারও আমদানি-রপ্তানির সকল কার্যক্রম স্বাভাবিক হয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্ট লিংকের গণসংযোগ কর্মকর্তা সোহারব হোসেন প্রতাব মল্লিক।
তিনি জানান, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে ৬দিন বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকার পর আজ বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে আবারও সকল প্রকার কার্যক্রম স্বাভাবিক হয়েছে।
তিনি আরও জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক ছিলো। তবে একদিন গত সোমবার সরকারি ভাবে পোর্ট বন্ধ ছিলো। আজ সকাল থেকে হিলি স্থলবন্দরে কর্মচঞ্চল্যতা ফিরে এসেছে। বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাকগুলো অনলোড হয়ে দেশি ট্রাকগুলো লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।
0 মন্তব্যসমূহ