মোটরসাইকেল ও অটোভ্যানের সংঘর্ষে নিহত ১

রফিক গাইবান্ধাঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে মোটরসাইকেল ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে আব্দুল হালিম (৩০) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। এ  মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভ্যানের দুই যাত্রী  আহত হয়েছেন।
 
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে অটোভ্যান চালক আব্দুল হালিমকে তার গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে সড়ক দুর্ঘটনায় সে নিহত হয়। 
নিহত আব্দুল হালিম পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের লক্ষীপুর কয়ারপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।

আহত যাত্রীরা হলেন, হোসেনপুর ইউনিয়নের বাহিরডাঙ্গা গ্রামের আব্দুল্লার ছেলে হাবিবুর ও একই গ্রামের মজনু মিয়ার ছেলে মমিন। তারা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

স্থানীয়দের বরাত দিয়ে পলাশবাড়ী থানার ডিউটি অফিসার জানান, বুধবার(৩০ সেপ্টেম্বর)  রাতে পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কের মেরিরহাট এলাকায় মোটরসাইকেল ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে । এসময় অটোভ্যানের চালকসহ দুই যাত্রীরা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অটোভ্যান চালকের মৃত্যু হয়।

এ ঘটনায় থানায় কোন অভিযোগ না থাকায় রাতেই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান ডিউটি অফিসার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ