মাসুদ রানা কুড়িগ্রাম প্রতিনিধিঃ
আগামী ৪ অক্টোবর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২০ সফল করতে কুড়িগ্রামে সাংবাদিকদের সাথে স্বাস্থ্য বিভাগের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সিভিল সার্জন অফিসের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা: মো: হাবিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: আব্দুল হাই সরকার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডা: মো: নজরুল ইসলাম, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবির নীলুসহ অন্যান্য সাংবাদিকগণ।
সিভিল সার্জন জানায়, জেলায় ১ হাজার ৮শ ৭৩টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৫ হাজার ৭শ ৯৮ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৯২ হাজার ৬শ ১৪ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।
0 মন্তব্যসমূহ