হাসানুজ্জামান হাসান, লালমনিরহাটঃ
"দূর থেকে দেখে মনে হচ্ছে একটি মাছের প্রজেক্ট,কিন্তু আসলে তা নয়! এটি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর। কয়েকদিনের টানা ভারী বর্ষণে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বর জলমগ্ন হয়ে পড়েছে। বৃষ্টির পানিতে উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন রাস্তা ও প্রাণি সম্পদ দপ্তর, খেলার মাঠ ডুবে গেছে। পাকা রাস্তার উপর বয়ে যাওয়া পানিতে মাছ শিকার করছে উৎসুক মানুষ।
প্রবল বর্ষনে তিস্তা ও ধরলা নদীসহ নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি পেয়েছে। এতে করে কালীগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন বেশিরভাগ এলাকায় পানিবন্দি হয়ে পড়েছেন মানুষ। পুকুর উপচে পাকা রাস্তার উপড় দিয়ে বইছে স্রোত। আর এই পানিতে পাকা সড়কে দলবেঁধে মাছ শিকার করতে দেখা গেছে নানা বয়সি মানুষকে ।
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার তুষভান্ডার-গেগড়া আঞ্চলিক সড়কে কালীগঞ্জ ইউএনও’র বাসভবনের সামনের সড়কে এমন দৃশ্য দেখা যায়। দেখা গেছে, শিশু, নারী পুরুষ দল বেঁধে আনন্দে হইহুল্লোড় করে মাছ শিকার করছে পাকা রাস্তার উপরে।
স্থানীয়রা জানান, গেল কয়কদিনে টানা ভারী বর্ষণে খাল-বিল, নদী-নালা এখন পানিতে ভরপুর হয়ে গেছে। এতে করে বেশিরভাগ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পানি বেড়ে যাওয়ার কারণে আশপাশের বহু খামারির পুকুর তলিয়ে মাছ বের হয়ে গেছে।
এসব মাছ পানির স্রোতে ভেসে আসছে। বৃষ্টির পানি পেয়ে স্থানীয় শিশু, নারী পুরুষ মাছ শিকারে মেতে ওঠেছেন। তলিয়ে যাওয়া পাকা সড়কে দেখা মিলছে অনেক দেশীয় প্রজাতির ছোট মাছ। সেই মাছ ধরছে শিশু-কিশোর-তরুণরা।
স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম জানায়, টানা কয়েকদিনে বৃষ্টির কারণে পুকুরসহ আবাদী ফসল ডুবে গিয়ে পাকা রাস্তার উপড় দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অনেকের পুকুরের মাছ বেরিয়ে গেছে। পানি যাতায়াতের কারণে দেশীয় প্রজাতির ছোট মাছ ধরছে শিশুরা।
0 মন্তব্যসমূহ