মিজানুর রহমান মিলন, স্টাফ রিপোর্টারঃ
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন চলতি ২০২০ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে ৪১ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।
এরমধ্যে মেধা বৃত্তি তিন জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৩৮ জন। নীলফামারী তথা উত্তরবঙ্গের স্বনামধন্য এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে গত বছর মোট ৬১ জন বৃত্তি পেয়েছিল। এদের মধ্যে মেধা বৃত্তি পেয়েছিল ১০ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছিল ৫১ জন।
উল্লেখ্য সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে চলতি ২০২০ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২৪২জন পরীক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে বিজ্ঞান বিভাগের ২২৮জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ১৪জন।
অংশ নেয়া সকল পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ১৯১জন। এ প্রতিষ্ঠানটি থেকে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শতকরা ৮৩ দশমিক ৭৭ ভাগ শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়া গৌরব অর্জন করে।
0 মন্তব্যসমূহ