মো. কামরুল ইসলাম কামু পঞ্চগড়ঃ
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পঞ্চগড়ে প্রেস ব্রিফিং করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। গতকাল মঙ্গলবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে ওই ব্রিফিং অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান ব্রিফিং এ সভাপতিত্ব করেন। ক্যাম্পেইনের সার্বিক তথ্য তুলে ধরেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. তোফায়েল আহমেদ। ব্রিফিং এ জানানো হয় করোনার কারণে এবার একদিনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে না।
আগামী ৪ থেকে ১৭ অক্টোবর দুই সপ্তাহে ৮দিন ধরে চলবে এই ক্যাম্পেইন। পঞ্চগড় জেলায় এই ক্যাম্পেইনে এক হাজার ৭৭টি কেন্দ্রের মাধ্যমে এক লাখ ৫০ হাজার ৩৭৩ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এর মধ্যে ৬-১১ মাস বয়সী ১৬ হাজার ৮৯০ জন শিশুকে নীল রং এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৩৩ হাজার ৪৮৩ জন শিশুকে লাল রং এর ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। প্রেস ব্রিফিং এ পঞ্চগড় জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করে।
0 মন্তব্যসমূহ