জাহাঙ্গীর রেজা, স্টাফ রিপোর্টারঃ
চারদিকে শুধু পানি আর পানি ! প্রথমে দেখতে মনে হবে এটি যেন একটি পুকুর ৷ কিন্তু না ! এটি আসলে নীলফামারীর ডিমলা উপজেলার প্রাথমিক শিক্ষার প্রাণকেন্দ্র বাবুরহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ ৷
বছরের বেশির ভাগ সময়ই বিদ্যালয়ের এই খেলার মাঠটি পানিতে ডুবে থাকে ৷ সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায় ৷ বর্ষা মৌসুম আসলেতো কোন কথাই নাই , বিদ্যালয়ের মাঠ পরিনত হয় পুকুরে ৷ এ অবস্থার জন্য বন্ধ থাকে শিশু কিশোরদের খেলাধুলা ৷ সেই সাথে শিক্ষক ও কোমলমতি শিশু-শিক্ষার্থীরা থৈ-থে পানি পাড়ি দিয়ে বিদ্যালয়ে আসতে হয়।
ডিমলা উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশাসনের অবহেলা ও নিরব ভুমিকার কারণে ১৯৩৭ ইং সালে প্রতিষ্ঠিত হওয়া বাবুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি আজ বেহাল দশায় পরিনত হয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয় মাঠটি দীর্ঘ সময় ধরে পানির নিচে তলিয়ে ছিল এবং আছে ৷
ডিমলা উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত বাবুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হবার পর থেকে সুনাম ও সাফল্যের সাথে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে যাচ্ছে। বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় ৪০০'শ জন কোমলমতী শিক্ষার্থী পড়ালেখা করে। পাশাপাশি উপজেলা রিসোর্স সেন্টারটিও এই বিদ্যালয়ের মাঠের একপার্শ্বে অবস্থিত ৷ কিন্তু প্রতিবছর বর্ষা এলেই বিড়ম্বনার সৃষ্টি হয়।
দীর্ঘদিন ধরে বিদ্যালয় মাঠটি মাটি দিয়ে ভরাট না করার কারণে অল্প বৃষ্টিতেই বিদ্যালয়ের মাঠ হাটু পানিতে তলিয়ে যায়, উত্তর দিকের পুরাতন ভবনটির বারান্দা ও ক্লাশ রুমে পানি ঢুকে যাওয়ার কারণে সেই সময় সেখানে ক্লাস নেওয়া বন্ধ হয়ে যায় ফলে অন্য নতুন ভবনে শিক্ষার্থীদের নিয়ে গাদাগাদি করে বসে ক্লাশ করতে হয় ফলশ্রুতিতে শিক্ষা দানের সুষ্ঠু পরিবেশ নষ্ট হয়। অপর দিকে মাঠ বৃষ্টির পানির নিচে তলিয়ে গেলে দীর্ঘ সময়ের জন্য মাঠে শিক্ষার্থীদের প্রাত্যহিক সমাবেশ ও খেলাধুলা বন্ধ হয়ে যায় ফলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যহত হয়।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি বলেন, "আমরা বহুবার অফিসিয়াল আবেদন করেছি কিন্তু কাজ হয়নি ৷ ভরাট করার কোন ব্যবস্থা আমাদের নাই ৷ আমাদের যদি কোন প্রজেক্ট দেয় তাহলে হবে" ৷ সচেতন অভিভাবকগণ মাঠের এ বেহাল অবস্থার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশাসনের অবহেলা ও নিরব ভুমিকাকেই দায়ী করেছেন। তাই মাঠটি দ্রুত সংস্কার করার দাবী জানান স্থানীয় অভিভাবকরা ৷
0 মন্তব্যসমূহ