অবহেলিত চিলাহাটি ইউনিয়ন পরিষদের ভবন ঘটে যেতে পারে দূর্ঘটনা।

রংপুর ব‍্যুরো অফিসঃ
নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের অফিসের অবস্থা নাজুক হয়েছে। যেখানে চেয়ারম্যান বসেন, সেখানে মাথার উপরের প্লাস্টার খসে পড়ার উপক্রম। 

১৯৭৪ সালে ইউনিয়ন পরিষদের প্রথম নির্বাচনের মাধ্যমে অগ্রযাত্রা শুরু করে এখন অবধি একটি ছোট্ট পরিসরে ইউনিয়ন পরিষদ টি অবস্থিত। অনেক এমপি এসে প্রতিশ্রুতি দিয়ে গেছে আজ অবধি বাস্তবায়ন হয়নি। 

অথচ সরকারি ভাবে ঘোষণা আছে সামনের মার্চে, চিলাহাটি হলদিবাড়ি রেল যোগাযোগের উদ্বোধন হবে। এবং মাননীয় রেলমন্ত্রী এ্যাড,নুরুল ইসলাম সুজন গত শুক্রবার চিলাহাটিতে রেল পরিদর্শন শেষে আগামী ২৬মার্চ স্থল বন্দর চালুর ঘোষণা দেন। 

এবিষয়ে ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক ছাত্রলীগের সভাপতি মোঃ একরামুল হক সাংবাদিকদের কে বলেন, অনেক কষ্টের পর কাগজপত্র যাচাই-বাছাই করে,ফাইল প্রস্তুত করে ডিডিএলজি'র কাছে পাঠিয়েছে খুব শীঘ্র হবে বলে আশাবাদী। 

ডোমার উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ বলেন, জটিলতার কারণে ইউনিয়ন পরিষদের অফিস নির্মাণ টেন্ডার পিছিয়ে ছিলো। তবে বর্তমানে সেই জটিলতা কেটে গেছে, সামনেই টেন্ডার হবে।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ