নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে পুনঃখননকৃত নাউতারা নদীর দুই ধারে বৃক্ষরোপন কর্মসূচি শুরু করা হয়েছে।
সোমবার (২৪-আগস্ট) দুপুরে উপজেলার পুর্ব ছাতনাই ইউনিয়নের উল্টাভাঙ্গা ব্রীজের তিস্তা নদীর পাড় এলাকায় অবস্থিত নাউতারা নদীর দুই ধারে এই বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ আফতাব উদ্দিন সরকার।
এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোডের রংপুর সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী মাহাবুবার রহমান, ডালিয়া পানি উন্নয়ন বোডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, খগাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, পূর্ব ছাতনাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাবেক সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, খগা খড়িবাড়ি ইউনিয়ন আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমূখ।
এসময় ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের প্রথম শ্রেনীর ঠিকাদার আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি’র সঞ্চালনায় সাংসদ আফতাব উদ্দিন সরকার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবর্ষে জলবায়ু পরিবর্তন ও পানি উন্নয়ন বোর্ডের শতবর্ষী ডেল্টা প্ল্যানের আওতায় প্রথম পযার্য়ে ৬৪ টি জেলার অভ্যান্তরে ছোট-ছোট নদী খাল এবং জলাশয় পুনঃখনন প্রকল্পের আওতায় ডালিয়া ডিভিশনের অধীনে, ১০ হাজার গাছের চারা রোপন করা হবে।
এর মধ্যে খগাখড়িবাড়ী ও পুর্ব ছাতনাই ইউনিয়নে অবস্থিত নাউতারা নদীর দুই ধারে ৯ কিঃমিঃ জুড়ে ৩ হাজার ৬ শত গাছের চারা রোপন হচ্ছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে অনুষ্ঠানে জনপ্রতিনিধি, পানি উন্নয়ন বোডের কর্মকর্তা কর্মচারি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ