মিজানুর রহমান মিলন, স্টাফ রিপোর্টারঃ
নীলফামারীর সৈয়দপুরে মৎস্য অধিদপ্তরের অধীনে ২০২০-২০২১ইং অর্থবছরে রাজস্ব খাতের আওতায় উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৪০০ কেজি বিভিন্ন জাতের পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
আজ বুধবার দুপুরে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের চিকলী নদীসহ বিভিন্ন নদী ও পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম চিকলী নদীতে পোনা মাছ অবমুক্ত করেন।
এ সময় রংপুর বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ পরিচালক ড. মোহাঃ সাইনার আলম, নীলফামারী জেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, সৈয়দপুর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সানী খান মজলিস, কামারপুকুর ইউনিয়ন চেয়ারম্যান মো. রেজাউল করিম লোকমান,আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ,সাবেক ইউপি চেয়ারম্যান জিকো আহমেদ ও কামারপুকুর ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
এরআগে সকালে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন। এ সময় সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ, নীলফামারী জেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, সৈয়দপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, নারী ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, সৈয়দপুর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সানী খান মজলিস,
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. নুরুন্নাহার শাহ্জাদী, উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল আলম, কৃষি সম্প্রসারণ অফিসার মমতা রাণী সাহা, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আল-মিজানুর রহমান, উপজেলা মৎস্য বীজ উৎপাদন খামারের খামার ব্যবস্থাপক জেসমিন নাহার বেগম, সহকারি মৎস্য কর্মকর্তা খগেন্দ্র নাথ রায়,
জাতীয় পার্টির নেতা জি.এম কবির মিঠু প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়া চিকলী আবাসন প্রকল্পের পুকুর, বোতলাগাড়ী ইউনিয়নের খড়খড়িয়া নদী, কুন্দল বিল, কুন্দুপুকুর, খাতামধুপুর তালপুকুর গুচ্ছগ্রাম পুকুর, ময়দানপুর পুকুর, কামারপুকুর গুচ্ছগ্রাম পুকুর, এবং ফায়ার সার্ভিস পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
সৈয়দপুর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সানী খান মজলিস জানান, মৎস্য অধিদপ্তরের ২০২০-২০২১ইং অর্থবছরের রাজস্ব খাতের আওতায় উপজেলার চিকলী ও খড়খড়িয়া নদীসহ পাঁচ হেক্টর আয়তনের ১০টি উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৪০০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
0 মন্তব্যসমূহ