মেহেদী হাসান, ঠাকুরগাঁওঃ
রাণীশংকৈল উপজেলার কুলিক নদীর পানিতে ডুবে এক সেনা সদস্যর মর্মান্তি মৃত্যু হয়েছে। জানা যায়, ১৮ জুলাই (শনিবার) দুপুরে রাণীশংকৈল পৌর শহরের ভান্ডারা অমর রেজী সরকারী বিদ্যালয় সংলগ্ন কুলিক নদীতে
সেনা সদস্য বেল্লাল পারভেজ (২১) এবং কয়েকবন্ধু মিলে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায় এই সেনা সদস্য। সে দক্ষিণ শালবাড়ী (ভান্ডারা) গ্রামের সার্জেন্ট (অবসর প্রাপ্ত) মোস্তফা কামালের ছেলে বলে জানা যায়।
এর আগে উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশনের সদস্যরাসহ স্থানীয়রা মিলে এক ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালিয়ে তাকে নদীর তলদেশ থেকে উদ্ধার করে। মৃত সেনা সদস্য বেল্লাল পারভেজ এর মামা ইব্রাহীম খলিল রুনুর সাথে মুঠোফোনে
এ ব্যাপারে জানতে চাইলে তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, সে বাংলাদেশ সেনাবাহিনীর ইএমই কোরের ১৪৭ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানি মিরপুর সেনানিবাসে কর্মরত ছিল। সে ছুটি কাটাতে নিজ বাড়ীতে এসেছিল। সেনা সদস্য বেল্লাল পারভেজ এর মৃত্যুতে তার বাড়ীতে চলছে শোকের মাতম।
0 মন্তব্যসমূহ