জাহাঙ্গীর রেজা, স্টাফ রিপোর্টারঃ
“মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি” প্রতিপাদ্যে সামনে রেখে ২১ জুলাই মঙ্গলবার সকালে প্রতিবারের ন্যায় এবারো সারা দেশের সাথে নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে বিভিন্ন কর্মসূচী নিয়ে ৭দিন ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ এর শুভ-উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে সপ্তাহের দ্বিতীয় দিনে ডিমলা আল-জামিয়াতুল ইসলামিয়া বাইতুল উলুম মাদ্রাসা ও এতিমখানার পুকুরে বিভিন্ন জাতের পোনা মাছ অবমুক্ত করে চলমান করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলা পরিদষদ চত্ত্বরে এসে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার মোছা. শামীমা আক্তার।
এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছ. আয়শা সিদ্দীকা উপজেলা নির্বাচন অফিসার মোছা. মাহাবুবা আক্তার বানু, ডিমলা আল-জামিয়াতুল ইসলামিয়া বাইতুল উলুম মাদ্রাসা ও এতিমখানার হাফেজ রবিউল ইসলাম,
উপজেলা মৎস্য লীগের সভাপতি অবিলাস চন্দ্র রায় সহ বিভিন্ন ইউনিয়নের মৎস্য চাষ প্রকল্পের সভাপতি-সম্পাদক উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ