গুরুদাসপুর (নাটোর)
প্রতিনিধি
নাটোরের
গুরুদাসপুরে প্রেম
করে পালিয়ে
বিয়ে করার
অপরাধে শিকলবন্দী
সাদিয়া খাতুন
নামে এক
কিশোরীকে ২৭
দিন পর
উদ্ধার করেছে
পুলিশ। আজ
রবিবার সকালে
উপজেলার নওপাড়া
এলাকার কিশোরীর
বাবার বাড়ী
থেকে তাকে
উদ্ধার করা
হয়। এ
সময় তার
অভিযোগের প্রেক্ষিতে
সাদিয়ার বাবা
সাইফুল ইসলামকে
গ্রেফতার করে
আদালতে প্রেরণ
করা হয়।
গুরুদাসপুর
থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা মোজাহারুল
ইসলাম ও
সদিয়া খাতুন
বলেন, উপজেলার
নওপাড়া মহল্লার
দশম শ্রেণীর
শিক্ষার্থী সাদিয়া
খাতুন তার
সহপাঠী মাসুদ
রানার সাথে
প্রেমের সম্পর্কের
এক পর্যায়ে
গত ৬
মার্চ তারা
পালিয়ে যায়।
এরপর সাদিয়ার
বাবা মাসুদ
রানা সহ
তার পরিবারের
১৪ জনের
নামে একটি
অপহরন মামলা
দায়ের করে।
মামলা দায়েরের
পর গত
৩০ মে
গাজীপুরের কালিয়াকৈর
থেকে কিশোর-কিশোরীকে
উদ্ধার করে
পুলিশ। উদ্ধারের
পর পুলিশ
তাদের আদালতে
প্রেরণ করলে
আদালত থেকে
সাদিয়াকে তার
বাবার হেফাজতে
দেয়। এরপর
সাদিয়ার বাবা
তাকে বাড়ীতে
নিয়ে গিয়ে
হাত ও
পায়ে শিকলবন্দী
করে ঘরে
আটকে রাখে।
গোপন সংবাদের
ভিত্তিতে রবিবার
সকালে ওই
বাড়ীতে অভিযান
চালিয়ে সাদিয়াকে
শিকলবন্দী অবস্থায়
উদ্ধার করা
হয়। এ
ঘটনায় সাদিয়ার
অভিযোগের প্রেক্ষিতে
সাদিয়ার বাবা
সাইফুল ইসলামকে
গ্রেফতার করে
আদালতে প্রেরণ
করা হয়।
0 মন্তব্যসমূহ