চৌধুরী নুপুর নাহার তাজ দিনাজপুর প্রতিনিধিঃ করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে দিনাজপুর জেলার প্রান্তিক কৃষকদের জন্য বিনামুল্যে শাক-সবজির বীজ বিতরণ কার্য্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পল্লী উন্নয়ন ইসলামী সংস্থা এবং মাই ফ্রেশ ওয়াটার টেকনোলজি‘র ব্যবস্থাপনা পরিচালক মো: লিয়ন চৌধুরী । দিনাজপুরের খানসামা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দুপুর ৩টায় উপজেলা কৃষি কর্মকর্তা আফজাল হোসেনের হাতে এক হাজার প্যাকেট বিভিন্ন শাক সবজির বীজ তুলে দেন পল্লী উন্নয়ন ইসলামী সংস্থা এবং মাই ফ্রেস ওয়াটার টেকনোলজির ব্যাবস্থাপনা পরিচালক লিয়ন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন খানসামা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম। খানসামা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আফজাল হোসেন, পল্লী উন্নয়ন ইসলামী সংস্থা এবং মাইফ্রেশ ওয়াটার কোম্পানির স্বত্বাধিকারী মো. লিয়ন চৌধুরী। অপর দিকে লিয়ন চৌধুরী বিকাল ৪ টায় খানসামা হোসেন পুর মাদ্রাসা মাঠে ৫০০ জন মানুষের হাতে উপহার সামগ্রী বিতরন করেন। করোনার প্রাদুর্ভাবে দেশ ব্যাপী চলছে সাধারন ছুটি। এতে কর্মহীন হয়ে পড়েছে মানুষরা। কর্মহীন ও দরীদ্র মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেন লিয়ন চৌধুরী। উপহার সামগ্রী তুলে দেন মানুষের হাতে। উপহার সামগ্রীর প্রতি প্যাকেটে ছিলো ১ কেজি চিনি, ১কেজি সেমাই, ১কৌটা দুধ। তিনি সমাজের বিত্তবান লোকদের এই কাজে সহযোগিতার হাত বাড়ানোর জন্য আহবান জানান। উপহার সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব উল ইসলাম, খানসামা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন, পল্লী উন্নয়ন ইসলামী সংস্থা ও মাইফ্রেস ওয়াটার টেকনোলজির ব্যাবস্থাপনা পরিচালক লিয়ন চৌধুরী, মোনাজাত হোসেন চৌধুরী সহ আরো অনেকে।
- হোম
- বাঁশখালী
- _পুকুরিয়া
- _সাধনপুর
- _খানখানাবাদ
- _বাহারছড়া
- _কালীপুর
- _বৈলছড়ি
- _কাথরিয়া
- _সরল
- _জলদী
- _গণ্ডামারা
- _শীলকূপ
- _চাম্বল
- _পুঁইছড়ি
- _ছনুয়া
- _শেখেরখীল
- কক্সবাজার
- _রামু
- _ঈদগাঁও
- _চকরিয়া
- _পেকুয়া
- _উখিয়া
- _টেকনাফ
- _কুতুবদিয়া
- _মহেশখালী
- চট্টগ্রাম
- _আনোয়ারা
- _বাঁশখালী
- _সাতকানিয়া
- _লোহাগাড়া
- _চন্দনাইশ
- _পটিয়া
- _কর্ণফুলী
- _সীতাকুন্ড
- _মীরসরাই
- _সন্দ্বীপ
- _বোয়ালখালী
- _হাটহাজারী
- _রাঙ্গুনিয়া
- _রাউজান
- _ফটিকছড়ি
- চট্টগ্রাম মহানগর
- _চান্দগাঁও
- _বন্দর
- _ডবলমুরিং
- _কোতোয়ালী
- _পাহাড়তলী
- _পাঁচলাইশ
- _বায়েজিদ বোস্তামী
- _পতেঙ্গা
- _হালিশহর
- _খুলশী
- _বাকলিয়া
- _কর্ণফুলি
- _চকবাজার
- _আকবর শাহ
- _সদরঘাট
- _ইপিজেড
- বাংলাদেশ
- _ঢাকা
- _চট্টগ্রাম
- _রাজশাহী
- _খুলনা
- _সিলেট
- _বরিশাল
- _রংপুর
- _ময়মনসিংহ
- জাতীয়
- রাজনীতি
- অর্থনীতি
- খেলাধুলা
- _ক্রিকেট
- _ফুটবল
- বিনোদন
- অন্যান্য
0 মন্তব্যসমূহ