মোঃ শরিফ,নাটোর
নাটোরের
সিংড়ায় পুত্রবধুকে
ধর্ষন মামলার
পলাতক আসামী
শ্বশুড় আব্দুল
হামিদকে গ্রেফতার
করেছে র্যাব-৫,
সিপিসি-২
নাটোর ক্যাম্প।
আজ সোমবার
রাতে সিংড়া
উপজেলার বিয়াশ
চকপাড়া গ্রাম
থেকে তাকে
গ্রেফতার করা
হয়। গ্রেফতারকৃত
আব্দুল হামিদ
একই এলাকার
মৃত চাঁন
মিয়ার ছেলে।
র্যাব-৫,
সিপিসি-২
নাটোর ক্যাম্পের
কোম্পানী কমান্ডার
এএসপি ,এস
এম জামিল
আহমেদ ও
মামলা সুত্রে জানা
যায়, উপজেলার
বিয়াশ চকপাড়া
গ্রামের আব্দুল
হামিদের ছেলে
আতিকুল ইসলামের
স্ত্রী মোছাঃ
মিম খাতুনের
বিয়ে হয়।
বিয়ের পর
থেকেই শ্বশুড়
আব্দুল হামিদ
মিমের ওপর
কুদৃষ্টি দেয়।
এনিয়ে বাবা
ও ছেলের
মধ্যে বিরোধ
সৃষ্টি হলে
ছেলে আতিকুল
ইসলাম তার
স্ত্রীকে নিয়ে
অন্যত্র গিয়ে
বসবাস শুরু
করে। পরে
আতিকুলের বাবা
আব্দুল হামিদ
তাদেরকে বুঝিয়ে
পূনরায় বাড়ীতে
ফিরিয়ে আনে।
এরপর গত
২৬ এপ্রিল
পুত্রবধু মিমকে
একা পেয়ে
গলায় ধারালো
ছুড়ি ধরে
তাকে ধর্ষন
করে। এ
সময় মিমের
চিৎকারে প্রতিবেশীরা
এগিয়ে এলে
্আব্দুল হামিদ
পালিয়ে যায়।
পরে এ
ঘটনায় মিম
খাতুন বাদী
হয়ে সিংড়া
থানায় একটি
মামলা দায়ের
করেন। এরপর
গোপন সংবাদের
ভিত্তিতে র্যাবের
একটি অপারেশন
টিম চকপাড়া
গ্রামে অভিযান
চালিয়ে আব্দুল
হামিদকে গ্রেফতার
করে।
0 মন্তব্যসমূহ