গুরুদাসপুরে এমপি পরিবারের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি                     
নাটোর আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. আব্দুল কুদ্দুসের পরিবারের পক্ষ থেকে গুরুদাসপুর উপজেলার ৪টি ইউনিয়নের ১১শঅসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে মশিন্দা ইউনিয়ন থেকে কার্যক্রম শুরু হয়ে ধারাবারিষা, চাপিলা এবং নাজিরপুরে এসে শেষ হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিলো লাচ্ছা, চিনি, দুধ, বিস্কুট এবং লুডুজ বিতরণ করা হয়। ঈদ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, এমপি কন্যা, বাংলাদেশ যুবমহিলালীগের সহসভাপতি এ্যাড. কোহেলী কুদ্দুস মুক্তি এবং ছেলে আসিফ আব্দুল্লাহবিন কুদ্দুস শোভন। এসময় উপস্থিত ছিলো মশিন্দা ইউপি চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান, চাপিলা ইউপি চেয়ারম্যান মো. আলাল উদ্দিন ভুট্টু, ধারাবারিষা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মাষ্টার এবং নাজিরপুর ইউপি চেয়ারম্যান মো. শওকত রানা লাবু। এছাড়াও কল্লোল ফাউন্ডেশনের সাবেক সভাপতি মুক্তাদিরুল ইসলাম মিন্টু বিশ^াসসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ