পঞ্চগড়ে করোনা আক্রান্ত বেড়ে ৯



মো. আবু নাঈম, পঞ্চগড়: পঞ্চগড়ে নতুন করে ৩৪ বছর বয়সী ঢাকা ফেরৎ আরো এক ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে। তার বাড়ি সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের সরদারপাড়া এলাকায়। সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. ফজলুর রহমান। তার বাড়িসহ প্রতিবেশী কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। সিভিল সার্জন জানান, গত ৩০ এপ্রিল ওই ব্যক্তি ঢাকা থেকে এলাকায় আসে। পর প্রশাসনের সহযোগীতায় তাকে দুই দিন তাকে হোম কোয়ারেন্টাইনে রেখে ২ মে তার রক্তের নমুনা দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হলে সোমবার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন একজন। আক্রান্ত চারজনের বাড়ি তেঁতুলিয়া উপজেলায়, দুইজনের বাড়ি বোদা উপজেলায়। আর বাকী দুজনের বাড়ি দেবীগঞ্জ উপজেলায়। এর আগে গত ১৭ এপ্রিল জেলার তেঁতুলিয়া উপজেলায় প্রথম ঢাকা ফেরত একজন নারীর শরীরে করোনা শনাক্ত হয়। গত রোববার ওই নারী করোনা জয় করে বাড়ি ফিরেছেন। সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বলেন, নতুন আক্রান্ত ব্যক্তিসহ জেলায় মোট করোনা রোগীর সংখ্যা এখন নয় জন। একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বাকী আট জন সেল্ফ আইসোলেশনে রয়েছে। আমরা তাদের নিয়মিত খোঁজ-খবর নিচ্ছি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ