করোনার বিদায়


সাংবাদিক মুহাম্মদ হায়দার আলী এম এ 

করোনা! হে করোনা তুমি এসেছ তো হল অনেকদিন
এবার বলনা তুমি এদেশ হতে বিদায় নিবে কোনদিন?

পারিনা আর সইতে জ্বালা,লকডাউনে আছি বহুদিন
তোমার সৃষ্ট দুর্ভিক্ষে সীমাহীন কষ্ট পোহাচ্ছি রাতদিন।

তুমি তো বৈশ্বিক মহামারীতে রুপ নিয়েছ,নজিরবিহীন 
আর কত খেলবে এমন পাষাণ খেলা এবার বিদায় নিন।

করোনা তুমি কেড়ে নিয়েছ লক্ষ লক্ষ জীবন,কল্পনাহীন
বিশ্বে তুমি এত মানুষ হত্যা করছ কেন হয়ে ভয়হীন?

তুমি কি মনে করেছ! মানুষ মেরে তুমি হবে কভিড-১৯
শুন করোনা,সময় আজ ভালনা তবে আর নয় বেশিদিন

মানবজীবন দূর্বিষহ করে তুমি কি হয়ে যাবে অসীম?
না, তুমি তা পারবে না,তোমার উপরে আছে মহামহীম। 

করোনা হয়েছে অনেক হয়েছে,এদেশে এসেছ বহুদিন
এবার যাও বিদায় নাও, মানুষকে দিয়েছ কষ্ট সীমাহীন। 

তোমার আদি জন্ম কোথায় তা জানব অবশ্যই একদিন
তবে তুমি এদেশে এসেছ পরিচয় দিয়ে সৃষ্ট ওহান, চীন।

করোনা বিদায় নাও, না হলে তোমার বংশ ধবংস হবে
মানুষ তোমার পিছু নিয়েছে সর্বশান্ত করবে একদিন।

শুন হায়দার আলী বলছি তোমায়,আমরা করব জয়,
তুমি আর পালাতে পারবে না,মরতে হবে তোমার সেদিন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ