শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ
করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণরোধে সরকারি বিধিনিষেধ অমান্য করে বাইরে ঘোরাফেরাসহ বিভিন্ন অভিযোগে সিরাজগঞ্জে ২৮ জনকে ৬৫ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (০২ মে) দুপুরে এ তথ্য জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন। তিনি বলেন, করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে শুক্রবার (০১ মে) সকাল থেকে দিনগত রাত পর্যন্ত জেলার সদর ও তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে চারটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানগুলো চলাকালে সরকারি বিধিনিষেধ অমান্য করে অকারণে বাইরে ঘোরাফেরা, দোকান খোলা রাখা, জনসমাগম সৃষ্টি করা ও সরকার বিরোধী গুজব সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগে ২৮টি মামলায় ২৮ জনকে মোট ৬৫ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। গত ৩৯ দিনে ২৭৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ হাজার ৬৩২ টি মামলায় ১ হাজার ৭৮২ জনকে বিভিন্ন পরিমাণে মোট ৩২ লাখ ৭১ হাজার ৪১০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
0 মন্তব্যসমূহ