পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলায় ২ জন নারীর করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে। এ নিয়ে পুঠিয়াতে করোনা রোগী শনাক্ত হলো ৮ দিনে ৫ জন। জানান, সৈয়দপুর গ্রামের সুজন আলীর স্ত্রী বিউটি বেগম (২২) ও পুঠিয়া ইউনিয়নের তারাপুর গ্রামের মুনতাজ এর মেয়ে রুমানা রুপা (২৬) করোনা ভাইরাসে পজেটিভ হয়েছেন। দুজনেই ঢাকা থেকে ফেরত গার্মেন্টস কর্মী। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার নাজমা নাহার জানান, আক্রান্ত ব্যক্তির তাদের বাসা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মাধ্যমে নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। যা অদ্য ২০ই এপ্রিল সোমবার সন্ধ্যা ৭টা ৩০ ঘটিকায় তার নমুনার ফলাফল পজিটিভ আসে। উপজেলা নির্বাহী অফিসার মো. ওলিউজ্জামান বলেন, করোনায় আক্রান্ত দুজন ব্যক্তির পরিবার সহ আশেপাশের এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে।
0 মন্তব্যসমূহ