ডোমারে করোনা ইস্যু নিয়ে সুমন হত্যা মামলায় গ্রেফতার-২

রতন কুমার রায়-নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় করোনা ভাইরাস ইস্যুতে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের বাইরে বের হওয়া নিয় সংঘর্ষে নিহত সুমন হত্যা মামলায় দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর গ্রেফতার করে আদালতের মাধ্যম জেলা কারাগার পাঠানো হয়েছে।  গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার গোমনাতী ইউনিয়নের সুলতান উদ্দিনের ছেলে সোলেয়মান (৩২) ও একই এলাকার নাজিরুল ইসলামর স্ত্রী উম্ম কুলসুম(২২)। মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপক্টর(তদন্ত)বিশ্বদেব রায় জানান, কোয়ারেন্টাই থাকা নিয়ে সৃষ্টি গন্ডোগোল সুমন হত্যার ঘটনায় (২৮ এপ্রিল) রাত ১০ টার দিক কুলসুমের বাড়ি হতে জিজ্ঞাসাবাদের জন্য তাক থানায় নিয়ে আসা হয়। এরপরের দিন ২৯ এপ্রিল বিকাল সাড় তিনটার দিকে হত্যা মামলা দায়ের হলে কুলসুমক গ্রেফতার দেখানো হয়। এরপর রাত ১১ টার দিক মামলার তিন নম্বর আসামী 

সোলেয়মানকে ডোমার থানা এলাকায় গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের দুইজনকে জেলা কারাগার পাঠানা হয়েছে। ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, সুমন হত্যা মামলার দুই আসামীক গ্রেফতার করে জেলা কারাগার পাঠানা হয়েছে। মামলার অন্যান্য আসামীক দ্রুত গ্রেফতার করা হবে। উল্লখ্য, গত ২৮ এপ্রিল বিকালে উপজেলার গােমনাতী ইউনিয়নের উত্তর গােমনাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোয়ারেন্টাইন থাকা ব্যক্তিদের নিয়ে সংঘর্ষ রাত সাড় ১০ টার দিক রংপুর মেডিকল কলেজ হাসপাতালে সুমন ইসলাম (১৮) নাম একজন নিহত হয়। এতে ২৯ এপ্রিল বিকাল সাড় তিনটার দিকে সুমনের বাবা হারুন অর রশীদ বাদী হয় ১৪ জনসহ অজ্ঞাত ৫/৬ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ