নীলফামারীতে নদী খননের বালুসহ ৭ ট্রাক্টর জব্দ

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ করোনা ভাইরাস প্রতিরোধে নীলফামারী জেলায় সকল ধরনের যানবাহন চলাচলে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হলেও তা মানছেন না অবৈধ বালু ব্যবসায়ীরা। এক শ্রেনীর বালু চোর চাড়ালকাটা নদী থেকে খননকৃত বালু অবৈধভাবে ট্রাক্টরে বোঝাই করে বেশ কয়েকটি স্থানে রেখে ট্রাক দিয়ে নিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে অভিযান চালিয়ে বালু বোঝাই ৭টি ট্রাক্টর জব্দ করেছে নীলফামারীর সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বেলায়েত হোসেন। সদর উপজেলার কচুকাটায় চাড়ালকাটা নদী তীরবর্তী উত্তরপাড়া বালু পয়েন্ট থেকে বালু বোঝাই ৭টি ট্রাক্টর জব্দ করেন তিনি। এলাকাবাসী জানান, চাড়ালকাটা নদীর বালু অবৈধভাবে বিক্রির পিছনে পানি উন্নয়ন বোর্ডের দায়িত্ব প্রাপ্ত এক কর্মকতার্ জড়িত আছে। এছাড়াও এলাকার একাধিক প্রভাবশালী ব্যক্তি এই বালু চুরির সাথে জড়িত রয়েছে। এব্যাপারে সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বেলায়েত হোসেন জানান, বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ