নাটোর প্রতিনিধি
নাটোরে
৮ জনের
শরীরে করোনা
ভাইরাস সনাক্ত
হয়েছে।
মঙ্গলবার
রাত ৯টা২০
মিনিটে এ
তথ্য নিশ্চিত
করেছেন জেলা
সিভিল সার্জন
ডাঃ কাজী
মিজানুর রহমান।
একটি
নির্ভরযোগ্য সূত্র
বলছে, আক্রান্তরা
নাটোর সদর,
সিংড়া ও
গুরুদাসপুর তিন
উপজেলার সীমান্তবর্তী
গ্রামের।
জেলা
সিভিল সার্জন
জানান, চলতি
মাসের ২২
ও ২৩
তারিখে প্রেরিত
নমুনা থেকে
এই ৮
জনের শরীরে
করোনার সংক্রমণ
পাওয়ার বিষয়টি
নিশ্চিত হয়েছে।
নমুনাগুলো রামেকে
পাঠানো হলেও
অধিকতর পরীক্ষা
নিরীক্ষার জন্য
নমুনাগুলো সেখান
থেকে ঢাকায়
পাঠানো হয়।
সেই নমুনাগুলোর
ফলাফলেই এসেছে
৮টি পজিটিভ
তথ্য।
সিভিল
সার্জন আরও
জানান, আমরা
আক্রান্তদের পরিচয়
সনাক্তের জন্য
আইইডিসিআরের অফিসিয়াল
ডিটেইলস ইমেইলের
জন্য অপেক্ষা
করছি।
0 মন্তব্যসমূহ