মিজানুর রহমান মিলন সৈয়দপুর প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতির বিরুদ্ধে ত্রাণের স্লিপ টাকার বিনিময়ে বিক্রির কল্পকাহিনী তৈরি করে মানববন্ধন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। আজ সোমবার দুপুর ১টায় স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনটি করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আজম আলী সরকার। এতে লিখিত লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশা গ্রামের বাসিন্দা হওয়ায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন মানুষের মাঝে বিতরণের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জুয়েল চৌধুরী সরকারিভাবে বরাদ্দ হওয়া ত্রাণের ১৫টি স্লীপ আমাকে প্রদান করেন। পরে ওইসব স্লীপ খাতামধুপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ১৫ টি অসহায় ও দুস্থ পরিবারকে দেয়া হয়। স্লীপ পাওয়া পরিবারগুলো গত ১৪ এপ্রিল সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ থেকে সরকারি ত্রাণের ১০ কেজি করে চাল উত্তোলন করেন। তিনি বলেন ত্রাণের স্লীপ বিলিবন্টন নিয়ে সে সময় আমার বিরুদ্ধে কোন রকম অনিয়মের অভিযোগ তোলা হয়নি। অথচ এ ঘটনার তিন দিন পর গত শুক্রবার আমার বিরুদ্ধে পরিবার- -গুলোর কাছ থেকে ১শ’ টাকা নিয়ে স্লীপ দেয়ার অভিযোগ আনা হয়। যদিও সুবিধাভোগীরা পরবর্তীতে উপজেলা ও পুলিশ প্রশাসনের কাছে দেয়া বক্তব্যে ত্রাণের স্লীপের জন্য এক শ’ করে টাকা দেয়ার কথা সম্পূর্ণভাবে অস্বীকার করেন। তিনি বলেন আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার প্রতিপক্ষরা এমন কল্পকাহিনী তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে নিয়ে নানা অপ্রপ্রচার চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রতিপক্ষরা গত শনিবার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে আমার বিরুদ্ধে ত্রাণের স্লীপ বিক্রির মিথ্যে অভিযোগ তুলে মানববন্ধন করায়। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় ওইদিন প্রতিপক্ষরা অন্য এলাকার লোকজনকে ত্রাণ দেয়ার প্রলোভন দেখিয়ে সেখানে জড়ো করে ওই মানববন্ধন করায়। স্বেচ্ছাসেবক লীগ নেতা আজম আলী সরকার বলেন, প্রতিপক্ষরা সমাজে আমার উজ্জ্বল ভাবমূর্তি ও সুনাম ক্ষুন্ন করার মানসে এমন ন্যাক্কারজনক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দলের একটি অংশের এমন বানোয়াট কল্পবাহিনী তৈরি করার বিষয়ে নিন্দা ও প্রতিবাদ জানানো হয় সংবাদ সম্মেলনে । এসময় উপজেলার কামারপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিকো আহমেদ ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাদেকুজ্জামান মানিক, পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি নুর মোহাম্মদ ওয়ালিউর রহমান রতনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
- হোম
- বাঁশখালী
- _পুকুরিয়া
- _সাধনপুর
- _খানখানাবাদ
- _বাহারছড়া
- _কালীপুর
- _বৈলছড়ি
- _কাথরিয়া
- _সরল
- _জলদী
- _গণ্ডামারা
- _শীলকূপ
- _চাম্বল
- _পুঁইছড়ি
- _ছনুয়া
- _শেখেরখীল
- কক্সবাজার
- _রামু
- _ঈদগাঁও
- _চকরিয়া
- _পেকুয়া
- _উখিয়া
- _টেকনাফ
- _কুতুবদিয়া
- _মহেশখালী
- চট্টগ্রাম
- _আনোয়ারা
- _বাঁশখালী
- _সাতকানিয়া
- _লোহাগাড়া
- _চন্দনাইশ
- _পটিয়া
- _কর্ণফুলী
- _সীতাকুন্ড
- _মীরসরাই
- _সন্দ্বীপ
- _বোয়ালখালী
- _হাটহাজারী
- _রাঙ্গুনিয়া
- _রাউজান
- _ফটিকছড়ি
- চট্টগ্রাম মহানগর
- _চান্দগাঁও
- _বন্দর
- _ডবলমুরিং
- _কোতোয়ালী
- _পাহাড়তলী
- _পাঁচলাইশ
- _বায়েজিদ বোস্তামী
- _পতেঙ্গা
- _হালিশহর
- _খুলশী
- _বাকলিয়া
- _কর্ণফুলি
- _চকবাজার
- _আকবর শাহ
- _সদরঘাট
- _ইপিজেড
- বাংলাদেশ
- _ঢাকা
- _চট্টগ্রাম
- _রাজশাহী
- _খুলনা
- _সিলেট
- _বরিশাল
- _রংপুর
- _ময়মনসিংহ
- জাতীয়
- রাজনীতি
- অর্থনীতি
- খেলাধুলা
- _ক্রিকেট
- _ফুটবল
- বিনোদন
- অন্যান্য
0 মন্তব্যসমূহ