মোঃ মনছুর আলম (এম আলম):
করোনার সংকটময় পরিস্থিতিতে নিজ অর্থায়নে অসহায় মানুষের কাছে রান্না করা খাবার পৌঁছে দিলেন ৩ যুবক। তাদেরকে সহযোগিতা করেন মিনি ল স্কুল।
২১ এপ্রিল দুপুর ১ টায় চট্টগ্রাম শহরের কাজির ডেইরি ও জিইসির মোড়ে প্রায় ১০০ অসহায় পথচারীর হাতে খাবার তুলে দেন নুরুল আবছার, রনি চৌধুরী ও জাওয়াদ নামের ৩ স্বেচ্ছাসেবী যুবক।
এসময় তারা, খাবার দেওয়ার পাশাপাশি সামাজিক দুরত্ব বজায় রাখতে এবং অপ্রয়োজনে বের না হয়ে ঘরে থাকা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।
ইতিপূর্বে মিনি ল স্কুলের সহযোগিতায় নিজ অর্থায়নে শহরের মুরাদপুর ও চকবাজার এলাকায় অসহায় মানুষের কাছে খাবার পৌঁছে দিয়েছেন। ভবিষ্যতে তাদের সামর্থ মত অসয়হাদের জন্য সহযোগিতা অব্যাহত রাখবেন বলে জানান তারা।
0 মন্তব্যসমূহ