নিউজ ডেস্কঃ
চট্টগ্রাম চন্দনাইশ উপজেলা বরমা বাইনজুরি এলাকায় পুকুরে মাছ ধরতে গিয়ে তৌফিক মোহাম্মদ ওসমানী টিপু (৫২) নামে এক ব্যক্তির মৃত্য হয়েছে।
৩০ মার্চ সকালে পাশ্ববর্তী একটি পুকুরে মাছ ধরতে যায় তিনি। মাছ ধরার এক পর্যায়ে একটি কৈ মাছ মুখে নিয়ে আরেকটি মাছ ধরতে গেলে মুখে রাখা কৈ মাছটি শ্বাসনালীতে আটকে যায়। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন। পরে চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোমবার আসরের নামাজের পর বরকল উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, টিপু চট্টগ্রাম এমএ এস কলেজের সাবেক ছাত্রলীগ নেতা ও বরমা বাইনজুরি এলাকার মুক্তিযোদ্ধা ওসমান গণির ছেলে।
0 মন্তব্যসমূহ