কক্সবাজার শহরে লাগামহীন গরু, ঘোড়া, ছাগল বিচরণ বন্ধে হামলার শিকার ৩

নিজস্ব প্রতিবেদকঃ
পর্যটন শহর কক্সবাজারে স্থানীয় ও হাজার হাজার পর্যটকের ভিড়ে এমনিতেই লেগে থাকে রাস্তাঘাটে চরম যানজট। এরমধ্যে বেওয়ারিশ গরু, ঘোড়া ও ছাগলের অবাদ বিচরণের কারণে পরিবেশ নষ্টের পাশাপাশি সৃষ্টি হয় বিব্রতকর পরিস্থিতি। এই বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে কক্সবাজার জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ সম্প্রতি এসব পশু বিচরণ বন্ধের নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় ১২ মার্চ বৃহস্পতিবার কক্সবাজার পৌর সভার ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মোরশেদ আহমদ বাবুর নির্দেশে হোটেল মোটেল জোন এলাকা থেকে এসব পশু তাড়ানোর ৩ যুবক মাঠে নামে। দুপুর ১ টার দিকে ইউনুস, সাদ্দাম ও মঞ্জুর গন ড্রাগন মার্কেটের সামনে অবাদ বিচারণ করা পশু তাড়ানোর চেষ্টা করলে কিছু বুঝে উঠার আগে স্থানীয় মনু, মোবারক ও তারেক গং তাদের লাঠিসোঠা নিয়ে হামলা চালায়। এসময় ইউনুস, সাদ্দাম ও মঞ্জুর গণ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এঘটনায় কাউন্সিলর মোরশেদ আহমদ বাবুর পিএস জয়নাল বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে কক্সবাজার জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ