সংবাদ সংগ্রহ করতে গিয়ে সংবাদ কর্মী হোম কোয়ারেন্টাইনে

নিউজ ডেস্কঃ
গাজীপুরে কাপাসিয়া উপজেলার পাবুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতালে নিয়ম না মেনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে রমজান আলী রুবেল নামের একজন সংবাদ কর্মী এখন কোয়ারেন্টাইনে আছেন। 

তিনি চ্যানেল আই গাজিপুর জেলা প্রতিনিধি ফজলুল হক মোড়লের সহকারী।তিনি শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকার বাসিন্দা।গতকাল শনিবার রাতে শ্রীপুর পুলিশের সহায়তায় তাকে কাপাসিয়া উপজেলার পাবুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতালে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। 

শনিবার রাতে রমজান আলী রুবেলকে শ্রীপুর থেকে অ্যাম্বুলেন্সে করে পাবুর মা ও শিশু কল্যাণ হাসপাতালে কোয়ারেন্টাইন কেন্দ্রে আনা হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ ইসমত আরা বলেন, যেহেতু সে কোন নিরাপত্তা মূলক ব্যবস্থা না নিয়ে কোয়ারেন্টাইন কেন্দ্রে প্রবেশ করে সেহেতু তার,নিজ পরিবার এবং সকলের নিরাপত্তার কথা বিবেচনা করে তাকে ১৪ দিনের জন্য রাখা হয়। সে চ্যানেল আই গাজীপুর প্রতিনিধির ক্যামেরা পার্সন।
/আমার সময়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ