মুহাম্মদ মহিউদ্দিনঃ
চট্টগ্রাম নগরীর ৪১ সাধারণ ও ১৪টি সংরক্ষিত ওয়ার্ড মিলিয়ে ৫৫ কাউন্সিলরকে পারসোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই) এবং হ্যান্ড হেল্ড ইনফ্রারেড থার্মোমিটার দিচ্ছে সিটি করপোরেশন। এছাড়া পরিচ্ছন্নতা কর্মীদের ৪ হাজার হ্যান্ড গ্লাভসও দেওয়া হচ্ছে।
সোমবার (৩০ মার্চ) নগর ভবনের সম্মেলনকক্ষে কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে চসিকের মেয়র আ জ ম নাছির উদ্দীন এসব সিদ্ধান্ত জানিয়েছেন। বৈঠকে ২৮ জন সাধারণ কাউন্সিলর ও ৯ জন সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর ছিলেন।
মেয়র নিজ নিজ এলাকায় হোম কোয়ারেনটাইনে থাকা বিদেশফেরতদের বাসায় গিয়ে তাদে খোঁজখবর নেওয়ার জন্য কাউন্সিলরদের নির্দেশনা দেন। এছাড়া প্রয়োজনে নিজ নিজ এলাকায় জনসাধারণের তাপমাত্রা পরীক্ষার কথাও বলেছেন মেয়র।
মেয়র বৈঠকে জানিয়েছেন, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে নগরীর ১ লাখ ১৪ হাজার পরিবারের মাঝে সাবান-বালতি-মাস্ক, ৮৪ হাজার সেনিটাইজার বিতরণ করা হচ্ছে। ৩৮৪টি স্পটে হাত ধোয়ার কল স্থাপন করা হচ্ছে। এছাড়া সরকারি বরাদ্দ থেকে প্রতিটি ওয়ার্ডে ৪৮৮ কেজি চাল ও ১০০ কেজি ডাল বিতরণ করা হচ্ছে।
0 মন্তব্যসমূহ