নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ মোহাম্মদ সেলিম রেজা (৪৭) নামে এক সেনা কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। আটককৃত সেলিম রেজা মেহেরপুরের মুজিবনগর থানার শিবপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। সেলিম রেজা টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাস থেকে সার্জেন্ট পদবীতে চাকুরীরত অবস্থায় গত বছরের জুলাই মাসে পিআরএল যান। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার বনপাড়া পৌর এলাকার ড্রিম আবাসিক হোটেল থেকে তাকে আটক করা হয়। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ কুমার দাস জানান , আবাসিক হোটেলে ফেন্সিডিলের চালান লেনদেন হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বনপাড়ার ড্রিম হোটেলে অভিযান চালায় পুলিশের একটি টিম। অভিযানকালে হোটেলের একটি কক্ষে থাকা সেলিম রেজার ব্যাগ তল্লাশী করা হয়। তল্লাশীকারে তার কাছে সংরক্ষন করা অবস্থায় ৫০ বোতল নিশিদ্ধ ফেনসিডিল সহ তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে আটককৃত সেলিম রেজা পুলিশ হেফাজতে রয়েছে।
0 মন্তব্যসমূহ