শেখ মুহাম্মদ মুজাম্মেল হোছাইন
অভিযোগ গুরুতর,
বড্ড ভয়ংকর !
মুখে মুুখে শুনি "দেশ রসাতলে যাচ্ছে"।
দেখি কারা রসটুকু চেটেপুটে খাচ্ছে!
বড্ড ভয়ংকর !
মুখে মুুখে শুনি "দেশ রসাতলে যাচ্ছে"।
দেখি কারা রসটুকু চেটেপুটে খাচ্ছে!
সরকারী অফিসার,
দরকারী নথিটার,
ফাইল আটকিয়ে ঘুষ-বকশিষ চাচ্ছে!
সেও নাকি বলে "দেশ রসাতলে যাচ্ছে"!
দরকারী নথিটার,
ফাইল আটকিয়ে ঘুষ-বকশিষ চাচ্ছে!
সেও নাকি বলে "দেশ রসাতলে যাচ্ছে"!
খাসজমি সরকারী,
ঘিরে তুলে ঘরবাড়ী,
বস্তি,কলোনী গড়ে ভাড়া তুলে খাচ্ছে।
সেও নাকি বলে "দেশ রসাতলে যাচ্ছে"!
ঘিরে তুলে ঘরবাড়ী,
বস্তি,কলোনী গড়ে ভাড়া তুলে খাচ্ছে।
সেও নাকি বলে "দেশ রসাতলে যাচ্ছে"!
রাজনৈতিক নেতা,
নেই জনপ্রিয়তা,
সরকারী দলে ঢুকে লুটেপুটে খাচ্ছে!
সেও নাকি বলে "দেশ রসাতলে যাচ্ছে"!
নেই জনপ্রিয়তা,
সরকারী দলে ঢুকে লুটেপুটে খাচ্ছে!
সেও নাকি বলে "দেশ রসাতলে যাচ্ছে"!
কেন্দ্রে ভোটার নাই,
নেতা তবু জেতা চাই,
বিপুল ভুতুড়ে ভোট অনায়াসে পাচ্ছে!
সেও নাকি বলে "দেশ রসাতলে যাচ্ছে"!
নেতা তবু জেতা চাই,
বিপুল ভুতুড়ে ভোট অনায়াসে পাচ্ছে!
সেও নাকি বলে "দেশ রসাতলে যাচ্ছে"!
টোলব্রীজ ঠিকাদার,
বাজার ইজারাদার,
গলাকাটা টোল-ট্যাক্স আদায় করাচ্ছে।
সেও নাকি বলে "দেশ রসাতলে যাচ্ছে"!
গ্যাস-বিদ্যুৎ চুরি,
নজির তো ভুরি ভুরি,
'সিস্টেম লস' বলে অবাধে চালাচ্ছে!
তারাও কি বলে 'দেশ রসাতলে যাচ্ছে'?
প্রশ্নপত্র ফাঁসে,
কেউবা নকলে পাশে,
জ্ঞান-মেধা-শিক্ষার বারটা বাজাচ্ছে।
সেও নাকি বলে "দেশ রসাতলে যাচ্ছে"!
কোটায় নিয়োগ পেয়ে,
মেধাবীকে রুখে দিয়ে,
প্রশাসনে বসে কলকাঠিটা নাড়াচ্ছে।
সেও নাকি বলে "দেশ রসাতলে যাচ্ছে"!
রাজাকারী মুছে দিয়ে,
বড় দলে যোগ দিয়ে,
মুক্তিযোদ্ধা সেজে খুশীতে লাফাচ্ছে।
সেও নাকি বলে-"দেশ রসাতলে যাচ্ছে"?
সরকারী তহবিল,
সার্ভারে গড়মিল,
কেন্দ্রীয় ব্যাংক থেকে হাওয়া হয়ে যাচ্ছে।
তবে কি সত্যিই 'দেশ রসাতলে যাচ্ছে'?
0 মন্তব্যসমূহ