সাখাওয়াত হোসাইনঃ
টেকনাফের হ্নীলায় পুকুরের পানিতে ডুবে ৭০ বছরের বৃদ্ধা মহিলা মৃত্যু হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে দাফনের প্রস্তুতি চলছে।
জানা যায়, ৯ ফেব্রুয়ারি রবিবার দুপুর সোয়া ২টারদিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদার পাড়ার উত্তরের বিল মৃত এজাহার মিয়ার স্ত্রী আয়েশা বেগম (৭০) পুকুরের পাড়ে রোদে বসেছিল।
এক পর্যায়ে সে ঢলে পুকুরে পড়ে গেলেও নিকট কেউ না থাকায় তাঁহাকে উদ্ধার করতে পারেনি। পরে ঐ বাড়ির লোকজন ও ছেলে-মেয়েরা এসে একজন বৃদ্ধার ভাসমান দেখতে পেয়ে উদ্ধার করে নিহত মহিলা আয়েশা বেগম নিশ্চিত হলে চারদিকে কান্নার রোল পড়ে যায়।
এই ঘটনার খবর পেয়ে স্থানীয় চৌকিদার-দফাদার ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। এই ব্যাপারে আইনী প্রক্রিয়া শেষে দাফনের প্রস্তুতি চলছে।
0 মন্তব্যসমূহ