উখিয়ার অঢেল সম্পদের মালিকদের ব্যাপারে কাজ করবে গোয়েন্দা সংস্থা– এসপি মাসুদ

ডেস্ক নিউজঃ
কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন (বিপিএমবার) টানা ২য় বারের মত “বিপিএম”প্রাপ্তি এবং অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন “আইজিপি” ব্যাচ প্রাপ্তি উপলক্ষ্যে অনুষ্ঠিত গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এবিএম মাসুদ হোসেন বলেছেন,উখিয়ায় যারা অবৈধ টাকায় অল্প সময়ে আলিশান বাড়ি, গাড়ি, অগাদ সহায় সম্পত্তি করেছে অচিরেই তাদের সহায় সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য কাজ করবে গোয়েন্দা সংস্থাগুলো। 

তিনি আরো বলেন,যারা অবৈধ উপায়ে অঢেল সম্পদের মালিক হয়েছেন তারা এসব সম্পত্তি ভোগ করতে পারবেনা। ভোগ করতে দেওয়া হবেনা। 

শনিবার বিকাল ৪ টার দিকে উখিয়ার পালং গার্ডেন প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি নুরুল হুদা। 

সভায় জেলার বরন্য সাংবাদিক কক্সবাজার কমিনিউটি পুলিশিং ফোরামের সভাপতি তোফাইল আহমদ বলেন, ২ সরকারি কর্মকর্তাকে সংবর্ধনা দেওয়ার জন্য আমাদের আজকের এ আয়োজন। তিনি বলেন, কমিউনিটি পুলিশিংয়ের গ্রামীণ পরিবেশ নিয়ে সব সময় আতংকে থাকতে হয়। কারন কখন জানি কোথা থেকে খারাপ খবর আসে সে টেনশনে ভোগতে হয়। 

তিনি বলেন, আজকে যে ২ জন পুলিশ অফিসার পুরস্কৃত হয়েছেন তারা ২ জনই মুক্তিযোদ্ধার সন্তান সেজন্য আমি গর্ব অনুভব করছি। 

সভায় বিশেষ অতিথির বক্তব্যে ২য় বারের মত বিপিএম প্রাপ্তি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) নিহাদ আদনান তাইয়ান, উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উখিয়া থানার ওসি আবুল মনসুর, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী, কক্সবাজার কমিনিউটি পুলিশিং ফোরামের সোহেল আহমদ বাহাদুর, রত্নাপালং ইউপি চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আদিল উদ্দিন চৌধুরী, উপজেলা ছাত্রলীগ সভাপতি মকবুল হোসেন মিথুন, যুবলীগ সেক্রেটারী ইমাম হোসেন প্রমূখ।
/উখিয়া নিউজ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ