নাটোর
প্রতিনিধি
নাটোরের
পুলিশ লাইনস
থেকে একটি
মোটরসাইকেল চুরির
অপরাধে দুই
পুলিশ সদস্য
সহ ৫
জনকে বিভিন্ন
মেয়াদে কারাদন্ড
দিয়েছে আদালত।
আজ রবিবার
বিকেলে নাটোরের
সিনিয়র জুডিশিয়াল
ম্যজিস্ট্রেট আদালতের
বিচারক তানযিম
আলম তাবাসসুম
এই কারাদন্ডাদেশ
প্রদান করেন।
দন্ড প্রাপ্তরা
হলেন, পুলিশ
কনস্টেবল শোভন
আহমেদ ওরফে
ডন ও
রকি আহম্মেদ।
এছাড়াও অন্যরা
হলেন, শরিফুল
আলী, মোস্তাকিম
সরকার, শামীম
হোসেন।
আদালত
সুত্রে জানা
যায়, গত
০৯/১০/১৭
তারিখে নাটোরের
পুলিশ লাইনের
ভিতর থেকে
একটি টিভিএস
আরটিআর মোটরসাইকেল
চুরির ঘটনা
ঘটে। এঘটনায়
পরের দিন
নাটোর সদর
থানায় একটি
মামলা দায়ের
করা হয়।
পরে পুলিশ
মামলার তদন্ত
শেষে দন্ডপ্রাপ্তদের
বিরুদ্ধে আদালতে
অভিযোগ পত্র
জমা দেয়।
দীর্ঘদিন মামলার
শুনানী শেষে
আজ বিকেলে
আদালতের বিচারক
অভিযুক্তদের বিভিন্ন
মেয়াদে কারাদন্ড
প্রদান করেন।
দন্ডপ্রাপ্তদের মধ্যে
দুই পুলিশ
কনস্টেবল শোভন
আহমেদ ওরফে
ডনকে ৩
বছর ও
রকি আহম্মেদ
সহ অন্যদের
২ বছর
করে কারাদন্ডাদেশ
প্রদান করা
হয়। এছাড়াও
প্রত্যেকের দুই
হাজার টাকা
করে জরিমানা
অনাদায়ে আরো
২০ দিনের
কারাদন্ডের আদেশ
দিয়েছেন।
0 মন্তব্যসমূহ