এন আলম আজাদঃ
প্রাথমিক শিক্ষার সদ্য ঘোষিত পিএসসি ২০১৯ পরীক্ষায় চট্টগ্রাামের বাংলাদেশ এলিমেন্টারি স্কুল থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল মেধাবী ছাত্র আদনান সামির অনিক।
পিএসসি পরীক্ষায় সর্বমোট ৬০০ নাম্বারের পরীক্ষার মধ্যে অনিক পেয়েছে ৫৮১ নাম্বার। সে বাংলাদেশ পুলিশে র্কমরত কক্সবাজার সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আনছারুল হক সুজন এবং গৃহীনী মর্জিনা আক্তার রিপার জৈষ্ঠ পুত্র।
এসআই আনছারুলের জন্মস্থান নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন পূর্ব সোনাদিয়া'র আজিজুল হক মাস্টার বাড়ী। এবং তার পুত্র অনিক মৃত আনোয়ারুল হক আদম মিয়ার নাতী।
অনিক তার এই ভাল ফলাফলের জন্য সে তার মা-বাবা ও শিক্ষকদের অবদানের কথা স্বীকার করে। পুলিশের উপ পরিদর্শক (এসআই) আনছারুল হক সুজন তার পুত্র আদনান সামির অনিক এর উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের নিকট দোয়াপ্রার্থী।
0 মন্তব্যসমূহ