আল-আফতাব খান সুইট,বাগাতিপাড়া,
নাটোরের
বাগাতিপাড়ায় জাতীয়
সাংবাদিক সংস্থা’র
উপজেলা কমিটির
পরিচিতি ও
মতবিনিমিয় সভা
অনুষ্ঠিত হয়েছে।
বুধবার
(৫ফেব্রুয়ারী) বিকেলে
উপজেলার অস্থায়ী
কার্যালয়ে আয়োজিত
সভায় উপজেলা
কমিটির সভাপতি
সেলিম রেজার
সভাপতিত্বে প্রধান
অতিথি ছিলেন,
জেলা কমিটির
সভাপতি আব্দুল
মজিদ।
উপজেলা
কমিটির সাধারণ
সম্পাদক মাহবুবুর
রহমানের সঞ্চালনায়
অন্যান্য অতিথিদের
মধ্যে বক্তব্য
দেন, জেলা
কমিটির সাধারণ
সম্পাদক কামাল
মৃধা, বাগাতিপাড়া
প্রেস ক্লাবের
সভাপতি ও
জাতীয় সাংবাদিক
সংস্থা’র
উপজেলা কমিটির
উপদেষ্টা অধ্যক্ষ
সাজেদুর রহমান,
সহ সভাপতি
রেজাউল করিম,
যুগ্ম সাধারণ
সম্পাদক ফজলুর
রহমান ও
পৌর কমিটির
সভাপতি সেলিম
রেজা প্রমূখ।এছাড়াও
উপস্থিত ছিলেন
উপজেলা কমিটির
ক্রীড়া ও
সংস্কৃতি সম্পাদক
রবিউল আওয়াল,
শিক্ষা ও
জনকল্যাণ সম্পাদক
রোজিনা খাতুন
সহ অন্যান্য
সদস্যগণ।
0 মন্তব্যসমূহ