নাটোরে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

মোঃ শরিফ, নাটোর :
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীকে স্মরণীয় করে রাখতে নাটোরের ন্যাশনাল ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজিতে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে এই বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। বঙ্গবন্ধু কর্ণারে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যবৃন্দের আলোকচিত্র, বঙ্গবন্ধুর জীবন ও কর্মভিত্তিক দেয়ালিকা এবং মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর উপরে শতাধিক বই স্থান পেয়েছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিঘাপতিয়া এম কে অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন-লাইফ এর সভাপতি অনিক ওবায়দুর ও সহ-সভাপতি ডাঃ সাইফুল ইসলাম, নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন,সাধারন সম্পাদক বাপ্পী লাহিড়ী, টিআইবির সভাপতি রনেন রায়, ন্যাশনাল ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজির অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান টুটুল।
জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ ন্যাশনাল ইন্সটিটিউট এন্ড টেকনোলজি মিলনায়তনে লাইফ এর উদ্যোগে শতাধিক দুঃস্থ নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ