নাটোর
প্রতিনিধি
নাটোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত হয়েছে। শুক্রবার বিকেল পাঁচটার দিকে বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে সোহানুর রহমান নামে এক কলেজ ছাত্র নিহত হয়। নিহত সোহান বড়াইগ্রাম উপজেলার আটঘরিয়া গ্রামের লতিফ কাজীর ছেলে। অপরদিকে সন্ধ্যা ৭ টার দিকে শহরের বনবেলঘরিয়া বাইপাস এলাকায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী গোলাম নবী ও ফয়সাল নিহত হয়। নিহত গোলাম নবী রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার ক্ষিদ্রকুলসি গ্রামের আব্দুস সামাদের ছেলে ও ফয়সাল নাটোর সদরের চন্দ্রকোলা গ্রামের আবদুস সাত্তারের ছেলে। পুলিশ জানায়, শুক্রবার বিকেল পাঁচটার দিকে বাগাতিপাড়া উপজেলার দয়রামপুর শহীদ জিয়াউর রহমান কলেজের ছাত্র সোহানুর রহমান মোটরসাইকেল বাড়িতে যাচ্ছিল। দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। অপরদিকে সন্ধ্যে সাতটার দিকে নাটোর শহরের বন বেলঘড়িয়া বাইপাস মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গোলাম নবী ও ফয়সাল নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়। ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে নিয়ে আসে। পুলিশ ঘাতক ট্রাকটি এবং এর চালককে আটক করতে পারেনি।
0 মন্তব্যসমূহ