কক্সবাজার সদর-রামুর প্রতিটি ইউনিয়নকে ৩ বছরে শহরে রূপান্তর করা হবে- এমপি কমল

ডেস্ক নিউজঃ
রামু উপজেলার জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয় ও জোয়ারিয়ানালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন কক্সবাজার-৩(সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন কাজল। 

শুক্রবার (৭ ফেব্রুয়ারী) সকাল ১০টায় অথিতিবৃন্দ প্রথমে জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ে দু’তলা বিশিষ্ট নবনির্মিত ভবন ও পরে জোয়ারিয়ানালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত ‘শেখ রাসেল ভবন’ এর আনুষ্ঠানিক ভাবে ফলক উন্মোচন ও ফিতা কেটে উদ্বোধন করেন। এর পর তাাঁরা জোয়ারিয়ানালা এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয় মাঠে কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা ও সুধী সমাবেশে বক্তব্য রাখেন। 

সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, কক্সবাজার সদর ও রামু উপজেলার প্রত্যেক ইউনিয়নকে আগামী ৩ বছরের মধ্যে উন্নয়নের মাধ্যমে শহরে রূপান্তর করা হবে। এ লক্ষে প্রতিটি ইউনিয়নে শিক্ষা ও অবকাটামোগত উন্নয়নের কাজ দ্রুতগতিতে চলছে। চলমান উন্নয়নের সাথে সাথে বাকী কাজগুলোও ধারাবাহিক ভাবে সম্পন্ন করা হবে। 

এমপি কমল বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কক্সবাজার সদর ও রামু উপজেলায় যে উন্নয়ন করছে, ১৯৭৫ পরবর্তী কোন সরকার এর একাংশও করে নাই। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে আজ উন্নয়নের রোলমডেল। কক্সবাজার-রামুবাসির প্রতি শেখ হাসিনার সুদৃষ্টি আছে বলেই আমরা প্রতিটি ইউনিয়নের গ্রামে গ্রামে দৃশ্যমান উন্নয়ন করতে সক্ষম হচ্ছি। গ্রামকে শহরে রূপান্তরের কর্মসূচী অনুযায়ি সদর ও রামু উপজেলার প্রত্যেক গ্রামে আজ আধুনিক শহরের ছোঁয়া লাগছে। দেশের উন্নয়নের সাথে কক্সবাজারের সদর-রামু উপজেলাও উন্নয়নে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে এমপি কমল সকলকে জননেত্রী শেখ হাসিনার সাথে থাকার আহবান জানান। 

এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন কাজল। বিশেষ অতিথি ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা, কক্সবাজার জেলা শিক্ষা অফিসার ছালেহ আহমদ, কক্সবাজার জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক ও জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এড.ইকবালুর রশিদ আমিন সোহেল, রামু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হক, জেয়ারিয়ানালা ইউনিয়নের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স, উপজেলা শিক্ষা কর্মকর্তা আরিফুল হক। 

জোয়ারিয়ানালা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এ.এম. আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উত্তর মিঠাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকরুদ্দিন টিটু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন জোয়ারিয়ানালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জোয়ারিয়ানালার সাবেক চেয়ারম্যান এম.এম. নুরুচ ছাফা, জোয়ারিয়ানালা এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক, ঘোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নজরুল ইসলাম, জোয়ারিয়ানালা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আবছার কামাল সিকদার, সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন, গোলাম কবির সওদাগর, গুরামিয়া মেম্বার, নুরুল ইসলাম মেম্বার, নজরুল ইসলাম মেম্বার, নুরুল হক মেম্বার, মমতাজ আহমদ কোং, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে কল্পনা রাণী শর্মা, আনিসুল হক, মুজিবুর রহমান, রশিদ আহমদ, কিশোর কুমার ধর, মীর মোহাম্মদ আব্দুস ছোবহান, মিজানুর রহমান, মমতাজ উদ্দিন আহমদ, মোজাফ্ফর আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মিজানুর রহমান, রামু স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, আওয়ামীলীগ নেতা হাবিব আহমদ, যুবলীগ নেতা উত্তম মহাজন, মনসুর আলী, জাবেরুল কালাম আজাদ, জহির উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক দীলিপ মহাজন, রামু উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সভাপতি একরামুল হাছান ইয়াছিন। 

দুপুরে সাইমুম সরওয়ার কমল রামু রাবার বাগান রেষ্ট হাউসে রামু উপজেলা পিকআপ মালিক-শ্রমিকের বার্ষিক বনভোজন ও হিমছড়িতে রামু সমিতি কক্সবাজারের বার্ষিক পিকনিক ও বিকালে সাইফুল কমিউনিটি সেন্টারে জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মাহাবুবুল হক মুকুলের ছেলের বিবাহ অনুষ্ঠানে যোগদান করেন।
/সিবিএন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ