নিউজ ডেস্কঃ
বিকিনি পরায় মালদ্বীপের মাফুসি এলাকার একটি দ্বীপ থেকে ব্রিটিশ এক তরুণী পর্যটককে গ্রেফতার করা হয়েছে। ওই তরুণীকে গ্রেফতারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ার পর মালদ্বীপ পুলিশ এক বিবৃতিতে ক্ষমা চেয়েছে।
শনিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্দো এশীয় নিউজ সার্ভিসের (আইএএনএস) এক প্রতিবেদনে বলা হয়েছে, মালদ্বীপের মাফুসি দ্বীপ থেকে এক তরুণী পর্যটককে গ্রেফতার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও এখন ভাইরাল।
এতে দেখা যায়, ব্রিটিশ ওই পর্যটক মালদ্বীপ পুলিশের তিন সদস্যের সঙ্গে রীতিমতো লড়াই করছেন। এ সময় পুলিশের এক সদস্য ওই তরুণীর শরীর সৈকত তোয়ালে দিয়ে ঢেকে দেয়ার চেষ্টা করেন।
মালদ্বীপ পুলিশ সার্ভিসের কমিশনার মোহাম্মদ হামিদ ওই নারীকে গ্রেফতারের ঘটনার পর তীব্র সমালোচনার মুখে ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছেন।
ভিডিওতে পুলিশ সদস্যদের উদ্দেশে ব্রিটিশ উচ্চারণে ওই তরুণীকে চিৎকার করে বলতে শোনা যায়, আপনারা আমাকে যৌন নিপীড়ন করছেন।
মালদ্বীপের ওই দ্বীপে বিকিনি পরা বেআইনি নয়। তবে ছুটির দিনগুলোতে দেশটির বিভিন্ন রিসোর্টে বিকিনি পরায় কঠোর নিষেধাজ্ঞা রয়েছে।
0 মন্তব্যসমূহ