নিউজ ডেস্কঃ
চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বগুড়ায় রোমান মিয়া (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১২। তিনি বগুড়া সদরের হিজলী গ্রামের মিঠু মিয়ার ছেলে।
শুক্রবার সকালে বৃন্দাবনপাড়া পূর্বপাড়ার জনৈক সাইফুল ইসলাম ফটিকের নাফ ছাত্রাবাস থেকে তাকে গ্রেফতার করে র্যাব। ওই ছাত্রাবাসে থেকে রোমান ফেসবুকসহ অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করতেন বলে জানায় র্যাব।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার রওশন আলী জানান, রোমান মিয়া ভুয়া প্রশ্নপত্র ফাঁসে সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করেছেন।
/বাংলাদেশ প্রতিদিন।
0 মন্তব্যসমূহ