এ বছরের টার্গেট ৫০ হাজার কর্মীকে বিদেশে পাঠানো - প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসী কল্যাণমন্ত্রী |
নিউজ ডেস্কঃ
যে কোনো মূল্যে দালালচক্রের হাত থেকে প্রবাসী শ্রমিকদের রক্ষার প্রত্যয় ব্যক্ত করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, প্রবাসী শ্রমিকদের আয় দেশের অর্থনীতির জন্য বড় আশীর্বাদ। ২০১৮-১৯ অর্থবছরে প্রবাসী শ্রমিকরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১৬ দশমিক ৫০ বিলিয়ন ডলার। এ বছর ৫০ হাজার কর্মী বিদেশে পাঠানোর টার্গেট নেয়া হয়েছে। প্রবাসীরাই পদ্মা সেতু, বঙ্গবন্ধু ইকোনমিক জোন, পায়রাবন্দর, কর্ণফুলী টানেলের মতো বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে সরকারকে সাহস দিয়েছেন।
গতকাল শনিবার চট্টগ্রাম সাকিট হাউসে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও জনসচেতনতা শীর্ষক প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, সরকার প্রবাসী শ্রমিকদের উপযুক্ত ও দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার জন্য দেশের প্রতিটি উপজেলায় প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করেছে। এ ছাড়া প্রবাসী শ্রমিকদের বিভিন্ন বিদেশি ভাষায় প্রশিক্ষণ দেয়া হচ্ছে। নারী কর্মীদের সুরক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থার সংস্কার করা হয়েছে। ৪০টি প্রশিক্ষণ কেন্দ্রে হাউস কিপিং কোর্সে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সব মিলিয়ে এ বছর ৫০ হাজার কর্মী বিদেশে পাঠানোর টার্গেট নেয়া হয়েছে।
অনুষ্ঠানে পার্বত্যবিষয়কমন্ত্রী বীর বাহাদুর বলেন, অদক্ষতার জন্য বাংলাদেশের শ্রমিকরা বিদেশে উপযুক্ত মজুরি পান না। যুগের সঙ্গে তাল মিলিয়ে কারিগরি জ্ঞান অর্জন করলে বিদেশে উপযুক্ত মজুরি পাওয়া যায়।
তিনি আরো বলেন, যারা টেকনিক্যাল টিচিং সেন্টারে (টিটিসি) প্রশিক্ষণ দেন, তারা সঠিকভাবে প্রশিক্ষণ দিচ্ছেন কিনা- তা তদন্ত করা প্রয়োজন। প্রশিক্ষকরা নিজে প্রশিক্ষিত কিনা তাও দেখার বিষয়। কোনো দেশে শ্রমিক পাঠানোর আগে সে দেশের অর্থনৈতিক অবস্থা খতিয়ে দেখতে প্রবাসী কল্যাণমন্ত্রীকে অনুরোধ জানান তিনি।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহম্মদ মনীরুছ সালেহীন, যুগ্মসচিব মোজাফফর আহমদ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আমেনা বেগম, জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন প্রমুখ।
0 মন্তব্যসমূহ