চট্টগ্রাম বন্দরে কনটেইনারে সুতার পরিবর্তে বস্তাভর্তি বালু আমদানি

 চট্টগ্রাম বন্দরে কনটেইনারে সুতার পরিবর্তে বস্তাভর্তি বালু আমদানি

সুতার বদলে আবারও বালু আমদানি করে টাকা পাচারের অভিযোগ উঠেছে সোহারা ফ্যাশন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি চীন থেকে সুতা আমদানির ঘোষণা দিয়ে ৪৯ হাজার ৬৯৭ ডলারের বালুভর্তি কনটেইনার এনেছে চট্টগ্রাম বন্দরে। গতকাল বন্দরের ইয়ার্ডে গোপন সংবাদের
বস্তাভর্তি বালু আমদানি
নিউজ ডেস্কঃ
সুতার বদলে আবারও বালু আমদানি করে টাকা পাচারের অভিযোগ উঠেছে সোহারা ফ্যাশন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি চীন থেকে সুতা আমদানির ঘোষণা দিয়ে ৪৯ হাজার ৬৯৭ ডলারের বালুভর্তি কনটেইনার এনেছে চট্টগ্রাম বন্দরে। গতকাল বন্দরের ইয়ার্ডে গোপন সংবাদের ভিত্তিতে পরীক্ষার সময় বালুভর্তি কনটেইনার আটক করেন কাস্টমস কর্মকর্তারা। এর আগে গত ২৪ জানুয়ারি একই আমদানিকারকের আরেকটি কনটেইনারেও বালু পাওয়া যায়। কাস্টমসের সহকারী কমিশনার নূর এ হাসনা সানজিদা অনুসুয়া জানান, সোহারা ফ্যাশনের নামে চট্টগ্রাম কাস্টম হাউসে দুটি বিল অব এন্ট্রি দাখিল হয় গত ২২ জানুয়ারি। এক্সিম ব্যাংকের ইনভয়েস ভ্যালু যথাক্রমে ২৫ হাজার ৫০৫ ও ২৪ হাজার ১৯২ ডলার। প্রতিষ্ঠানটির আমদানি ঘোষণা ছিল পলিস্টার সুতা। কিন্তু ৪০ ফুট দৈর্ঘ্য কনটেইনারটিতে পাওয়া গেছে কয়েকটি বালুর বস্তা। এর আগে একই প্রতিষ্ঠানের আরেকটি কনটেইনারেও বালু পাওয়া গিয়েছিল। বালুর নমুনা সংগ্রহ করে রাসায়নিক পরীক্ষা করার পর কাস্টম আইনে মানি লন্ডারিং মামলা হবে বলে জানান তিনি।
/বাংলাদেশ প্রতিদিন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ